জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা

জলবায়ু পরিবর্তনের কারন ও প্রতিকারঃ 

জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট যার মূলে র‍যেছে মানুষের অপরিকল্পিত কার্যকলাপ । মূলত জীবাশ্ব জ্বালনি । এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের জীবাশ্ব জ্বালানি ব্যবহার কমিয়ে সৌর শক্তি বায়ু শক্তি জল বিদ্যুতের মতো

নবায়ন যোগ্য শক্তি বাড়াতে হবে ।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব  মোকাবিলায় করণীয় 

জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ পৃথিবীজুড়ে বন্যা,খরা,জলোচ্ছ্বাস ঘূর্নিঝড় এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও তী্ব্রতা বাড়ছে ।

বৃক্ষের অবদান 

বৃক্ষ হলো পৃথিবীর ফুসফুস । গাছপালা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমন্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নির্গত করে ।